আদর্শ না স্বার্থ? মুখবন্ধ রাজনীতির আয়নায় একবার তাকাও

 বাংলাদেশের রাজনীতিদে অনেক রকমের মানুষ আছে

 কেউ আদর্শ নিয়ে রাজনীতি করে,কেউ দল করে দেশের জন্য কিছু করার আশায়।কিন্তু একটা গোষ্ঠী আছে, যারা শুধু দলীয় স্বার্থ দেখে।তারা দল করলেও দেশের কথা ভাবে না। 

 

তাদের আমরা বলি ‘দালাল’

এই দালালরা নিজেদের দলের ভুল দেখেও চুপ থাকে।
তাদের কাছে দলের অন্যায়ও হয়ে যায় “উন্নয়ন”, কৌশল, রাজনৈতিক বাস্তবতা” আর বিরোধী দলের ছোট্ট একটা ভুলও তারা বড় করে দেখায়, মিডিয়ায় ছড়ায়, গলা ফাটায়।
তারা মনে করে, দলই ধর্ম, দলই দেশপ্রেম, দলই সবকিছু।
এই ভক্তি কোনো আদর্শ থেকে না, আসে স্বার্থ থেকে।
বিরোধী দল ভালো কিছু করলেও, দালালদের চোখে পড়ে না।
বরং তারা প্রশ্ন তোলে, সন্দেহ তৈরি করে। তাদের আশা 
নিজের দল ক্ষমতায় এলে রাতারাতি সব পাল্টে যাবে।
চাকরি, টেন্ডার, সুবিধা—সব কিছুই তাদের হাতের মুঠোয় চলে আসবে।
সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই দালালরা সব বোঝে, সব জানে, তবুও চুপ থাকে। কারণ, সত্য বললে দলের ক্ষতি হবে, আর দলের ক্ষতি মানে নিজের ক্ষতি। তাই তারা বিবেক মেরে ফেলে, মুখে তালা লাগায়, আর দলের পেছনে লেজুরবৃত্তি করে নিজের ফায়দা তোলে।
এই দালালরাই দেশের রাজনীতির সবচেয়ে বড় ক্ষতি করছে। তারা দলকে জবাবদিহিতা করতে দেয় না, সমালোচনা করতে দেয় না, সংস্কার করতে দেয় না বরং যে কিছু বলবে সমালোচনা করবে, তাকে  প্রতিপক্ষ দাড় করাবে, বাক স্বাধীনতার প্যারামিটার ধরিয়ে দিবে। 

তারপর আর কি?  দেশও সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত হয়।

যারা নিজেদের মধ্যে এসব লক্ষণ পান, তারা নিজেকে প্রশ্ন করুন—আমি কি আদর্শবান মানুষ? না কি সুবিধাবাদী, চাটুকার, মুখবন্ধ করা এক ‘দলীয় দালাল’?




Comments