চলছে কি ? রাজনীতি না দলতন্ত্র

একসময় রাজনীতি ছিল মানুষের অধিকার রক্ষার সংগ্রাম

সত্য প্রতিষ্ঠার এক অদম্য কণ্ঠস্বর।

 আজ তা রূপ নিয়েছে এক অন্ধ আনুগত্যেরপ্রতিযোগিতায়, 

যেখানে নীতি নয়চাটুকারিতাই পদোন্নতির একমাত্র সিঁড়ি।


 কে কতো বড় তোতাকে বেশি ফেসবুকে গলা ফাটিয়ে কথাবলেছেএই নিয়েই মূল্যায়ন। কর্মদক্ষতাআদর্শএসব এখন শুধু কথা হয়ে গেছে।


আজকের রাজনীতি জনগণের নয়শুধুই দলের লোকদের। 

সৎআদর্শী নেতা কই

সত্য বলার সাহস রেখেজনগণের পক্ষে দাঁড়ানোএইসব এখন হারিয়ে গেছে। রাজনীতি মানে এখন শুধু তেল মাখাগলা ফাটানো আর নিজের স্বার্থ হাসিল করা। দেশের সম্পদ নিজেদেরহিসেবে দখল করে নেওয়াজনগণের স্বপ্নের মাঠকে ময়লা-আবর্জনায় পরিণত করাএই হচ্ছে বর্তমান রাজনীতির চিত্র।


চেতনা যখন পচে যায়তখন বিবেকবুদ্ধি চলে যায় নিস্তব্ধতায়। 


তখন তারা শুধু নিজেদের সাফল্য বর্ণনা করতে থাকে, “দূরদিনে পাশে ছিল” এটা হয়ে ওঠে এক ভয়ংকর আত্মপ্রবঞ্চনা।


আমি এমন রাজনীতি চাই না,

আমি চাই সেই নেতা যিনি স্বচ্ছসাহসীমানবিক এবং জনগণের প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে জানেন।


তুমি কী চাও?  নেতা না তোতা?










রাজনীতি না দলতন্ত্রচেতনার আলো না স্বার্থের আঁধার?

এখন সময় এসেছে প্রশ্ন করার,ভাবনারএবং সত্যের পক্ষে দাঁড়ানোর। যদি আমরা সমাজ থেকে আগাছা নেতাদের সরাতে না পারিতাহলে কখনোই প্রকৃত ফুল ফুটবে না।এখন যেই দলই হোক লাভ নেই।


Comments