চলছে কি ? রাজনীতি না দলতন্ত্র
একসময় রাজনীতি ছিল মানুষের অধিকার রক্ষার সংগ্রাম,
সত্য প্রতিষ্ঠার এক অদম্য কণ্ঠস্বর।
আজ তা রূপ নিয়েছে এক অন্ধ আনুগত্যেরপ্রতিযোগিতায়,
যেখানে নীতি নয়, চাটুকারিতাই পদোন্নতির একমাত্র সিঁড়ি।
আজকের রাজনীতি জনগণের নয়, শুধুই দলের লোকদের।
সৎ, আদর্শী নেতা কই?
সত্য বলার সাহস রেখে, জনগণের পক্ষে দাঁড়ানো, এইসব এখন হারিয়ে গেছে। রাজনীতি মানে এখন শুধু তেল মাখা, গলা ফাটানো আর নিজের স্বার্থ হাসিল করা। দেশের সম্পদ নিজেদেরহিসেবে দখল করে নেওয়া, জনগণের স্বপ্নের মাঠকে ময়লা-আবর্জনায় পরিণত করা—এই হচ্ছে বর্তমান রাজনীতির চিত্র।
চেতনা যখন পচে যায়, তখন বিবেক, বুদ্ধি চলে যায় নিস্তব্ধতায়।
তখন তারা শুধু নিজেদের সাফল্য বর্ণনা করতে থাকে, “দূরদিনে পাশে ছিল” এটা হয়ে ওঠে এক ভয়ংকর আত্মপ্রবঞ্চনা।
আমি এমন রাজনীতি চাই না,
আমি চাই সেই নেতা যিনি স্বচ্ছ, সাহসী, মানবিক এবং জনগণের প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে জানেন।
তুমি কী চাও? নেতা না তোতা?
রাজনীতি না দলতন্ত্র? চেতনার আলো না স্বার্থের আঁধার?
Comments
Post a Comment